ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর পূর্ব ভারতের সর্ব বৃহৎ নার্সিং কলেজ হতে যাচ্ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, ডিসেম্বর ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  উত্তর পূর্ব ভারতের সর্ব বৃহৎ নার্সিং কলেজ হতে যাচ্ছে ত্রিপুরায়। এর জন্য টাকার বরাদ্দও হয়ে গেছে।

এ খবর জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী।

তপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে একটি নার্সিং কলেজ গড়ার জন্য ৫০ কোটি রুপি মঞ্জুর করেছে ডোনার মন্ত্রক।

রাজধানীতে যেখানে ত্রিপুরা মেডিক্যাল কলেজ রয়েছে তার পাশেই গড়ে উঠবে এই নার্সিং কলেজ। মন্ত্রী জানিয়েছেন, ডোনার মন্ত্রকের সচিব এসে এই জমি দেখে গেছেন। উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ জানিয়েছে, ত্রিপুরায় হতে চলা নার্সিং কলেজটি হবে আঞ্চলিক মানের। রাজ্য সরকার তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে।

এই নার্সিং কলেজে একশ’ আসন থাকবে। এখানে নার্সিং নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশুনাও করা যাবে।
কলেজটি চালাবে রাজ্য  সরকার। কলেজটি হবে এই অঞ্চলের সর্ব বৃহৎ নার্সিং কলেজ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১২
প্রতিনিধি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।