ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস ছাড়ছেন প্রদ্যুত কিশোর দেববর্মণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, ডিসেম্বর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  কংগ্রেস ছাড়ছেন মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মণ। শনিবার রাতে নিজের ফেইসবুকে এমনই মন্তব্য করেছেন তিনি।

ত্রিপুরার বর্তমান রাজপরিবারের শেষ সদস্য তিনি। ত্রিপুরার রাজপরিবার সবসময়ই কংগ্রেস সমর্থক। কংগ্রেস থেকে দাঁড়িয়েই এ পরিবারের সদস্যরা বিধায়ক, মন্ত্রী, এমনকি সাংসদ পর্যন্ত হয়েছেন।

বর্তমান মহারাজ প্রদ্যুতও কংগ্রেসের হয়ে কাজ করতেন। ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক।
হঠাৎ, তার ফেইসবুকের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অবাক রাজনৈতিক মহল।

তিনি ফেইসবুকে লিখেছেন, “রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ”
কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বর্তমানে দলের যা পরিস্থিতি তাতে তিনি কাজ করতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআই  eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।