ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, ডিসেম্বর ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পশ্চিমবঙ্গ থেকে আসা একজন ফেরিওয়ালাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আততায়ীরা।

বাইরে থেকে ব্যবসা করতে এসে এভাবে খুন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে রাজ্যে আর ঘটেনি।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার মনু বাজার থানাধীন শাঁকবাড়ি এলাকায়। নিহত ফেরিওয়ালার নাম সজল রায় (২০)।
 
পুলিশ বুধবার দুপুরে হাত-পায়ে দড়ি বাঁধা অবস্থায় শাঁকবাড়ির জঙ্গল থেকে সজলের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার হলেও আততায়ীদের ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।  

জানা গেছে, সজলসহ আরও চারজন সন্দীপ পালের বাড়িতে ভাড়া থেকে গ্রামে গ্রামে ফেরি করতো। কিন্তু, সজল প্রতিদিনের মতো সোমবার দুপুরে ফেরি করতে বেরিয়ে আর ফেরেনি। পুলিশ এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।