ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-সাব্রুম রেল প্রকল্পে দীর্ঘসূত্রতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, ডিসেম্বর ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বরাদ্দের টাকা তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। ফলে ত্রিপুরার আগরতলা-সাব্রুম রেল প্রকল্পের কাজ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


ত্রিপুরা রাজ্য প্রশাসন সূত্রে এ খবর জানা গেছে।

২০০৪ সালে আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেললাইনের মঞ্জুরি দেয় কেন্দ্রীয় সরকার। কথা ছিল, ২০০৯ সালের মার্চ মাসের মধ্যে সাব্রুম পৌঁছে যাবে রেল। কিন্তু বিভিন্ন কারণে এ প্রকল্পটি ক্রমাগত পিছিয়ে গেছে। শেষ পর্যন্ত ঠিক হয়, ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে সাব্রুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষ করা হবে।
প্রকল্পে কেন্দ্রীয় সরকার যে টাকা মঞ্জুরি দিয়েছিল, তার প্রায় অর্ধেক অন্য খাতে সরিয়ে নেওয়ায় নতুন করে জটিলতা দেখা দিয়েছে।

এই প্রকল্পে যে ঠিকাদাররা কাজ করছেন, তারা সময় মতো কাজের বিল পাচ্ছেন না। বিল না পাওয়ায় তারা কাজ বন্ধ রাখছেন।

রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ইচ্ছা করে এ প্রকল্পের কাজ দেরি করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।