ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জামিন পেলেন লালু প্রসাদ যাদব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, ডিসেম্বর ১৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় শুক্রবার জামিন পেয়েছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব।

তার জামিন মঞ্জুর করেন ভারতের সুপ্রিম কোর্ট।



লোকসভা নির্বাচনের আগে লালুর জামিনে কিছুটা স্বস্তি ফিরেছে লালুর রাষ্ট্রীয় জনতা দলে (আরজেডি)।

চলতি বছরের ৩ অক্টোবর থেকে ৭০ দিন রাঁচির বিড়শা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন লালু প্রসাদ যাদব। এর আগে অবশ্য এক বছর জেলে কাটিয়েছেন তিনি।

এ ঘটনায় আটক বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ৩৭ জন আগেই জামিন পেয়েছেন।

এদিক সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী কপিল সিব্বল।

যাদবের স্ত্রী বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থার কথা জানিয়েছেন।

এর আগে রাঁচি আদালত লালু প্রসাদ যাদবকে পাঁচবছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।