ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্ত উত্তপ্ত নিয়ে চিঠি কেন্দ্রকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জানুয়ারি ১০, ২০১৪
সীমান্ত উত্তপ্ত নিয়ে চিঠি কেন্দ্রকে

কলকাতাঃ বাংলাদেশের নির্বাচন-উত্তর হিংসার ঘটনায় সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বেগ জনিয়ে  ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জরুরী বার্তা পাঠিয়েছেন মালদহের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী।

চিঠিতে তিনি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস নিয়ে সীমান্ত এলাকায় আতঙ্ক বাড়ছে।

এ নিয়ে কেন্দ্রকে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

লোকসভার সদস্য হাসেম খান চৌধুরী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে ফোন করেও একই প্রসঙ্গ তুলেছেন। শিবশঙ্কর মেননও তাকে আশ্বস্ত করে বলেছেন হাসিনা সরকারের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তা যথেষ্ট।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল মনে করছেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিস্তৃত সীমান্ত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অব্যাহত হিংসার কারণে নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

এই প্রসঙ্গে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে প্রতিবাদ করেছে। বাংলাদেশের সহিংস পরিস্থিতি এবং ধর্মীয় মৌলবাদের বিকাশ নিয়ে বারে বারে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।