ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপিতে বাপ্পি লাহিড়ি ভোটেও দাঁড়াবেন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, ফেব্রুয়ারি ১, ২০১৪
বিজেপিতে বাপ্পি লাহিড়ি ভোটেও দাঁড়াবেন

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। শনিবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের বাড়িতে যান তিনি।

পরে তিনি জানান, চার দশক বিনোদনের দুনিয়ায় থাকার পর এবার দেশের স্বার্থে কাজ করতে চান।

লোকসভা ভোটে এই রাজ্য থেকেই বিজেপির প্রার্থী হতে পারেন বাপ্পি লাহিড়ি। তাঁর জন্য ইতোমধ্যে তিনটি কেন্দ্রের কথা ভাবা হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। বিনোদন জগতের বেশ কয়েকজন তারকাও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।