ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ২৪ ঘণ্টা মেট্রোরেল চালুর ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, এপ্রিল ১৬, ২০১৪
কলকাতায় ২৪ ঘণ্টা মেট্রোরেল চালুর ঘোষণা কলকাতা মেট্রোরেল

কলকাতা: কলকাতায় দিন-রাত ২৪ ঘণ্টা মেট্রোরেল চালুর ঘোষণা দিলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার রাজীব ভার্গব। বুধবার দুপুরে নগরীর “৫৯ রেলওয়ে উইক” নামে এক মেট্রো রেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



তবে কবে থেকে ২৪ ঘণ্টার এ মেট্রো রেল সেবা চালু হতে পারে সে ব্যাপারে তিনি পরিষ্কার কিছু জানান নি।

শ্রী ভার্গব বলেন, আমরা কলকাতায় মেট্রো রেলে উন্নত যাত্রী সেবা ও নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

ভারতে একমাত্র মেট্রো রেলই এমন একটি পরিবহন ব্যবস্থা যেখানে মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে কালীঘাট মেট্রোস্টেশন’কে বছরের সেরা মেট্রো স্টেশন হিসেবে চিহ্নিত করা হয়।

এছাড়া পরিচ্ছন্ন স্টেশনের মর্যাদা পায় মহানায়ক উত্তম কুমার স্টেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার শ্রী পরশুরাম এবং সেবা ও নিরাপত্তা বিষয়ক প্রধান কর্মকর্তা শ্রী বি ডি রায়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।