ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ফলাফলের আগেই পরাজয় স্বীকার কংগ্রেসের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, মে ১৬, ২০১৪
ফলাফলের আগেই পরাজয় স্বীকার কংগ্রেসের!

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে মাত্র। কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষা না করেই পরাজয় স্বীকার করে নিয়েছে সরকার গড়তে যাওয়া বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস।



শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

এরই অংশ হিসেবে দলটির প্রধান রাজনৈতিক কার্যালয় থেকে অনেকটা আকস্মিকভাবে দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর ছবি সরিয়ে ফেলা হয়েছে।

কংগ্রেসের নতুন পোস্টারে এখন নেই রাহুল গান্ধীর ‘মুখ’।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।