ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

স্পিকার হচ্ছেন আদভানি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, মে ১৬, ২০১৪
স্পিকার  হচ্ছেন আদভানি! এল কে আদভানি

ঢাকা: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রাটিক অ্যালায়েন্স) জোটের সরকার গঠন প্রায় নিশ্চিত। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী।

কিন্তু কি পদ পাচ্ছেন বিজেপির প্রভাবশালী নেতা এল কে আদভানি? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই মিডিয়া, রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে।

এ নিয়ে চলা ক্রমাগত আলোচনার সবশেষ ফলাফল অনুযায়ী আদভানির সঙ্গে সাংবিধানিক পদ ‘স্পিকার’ নিয়ে দফা রফা হয়েছে বলে শোনা যাচ্ছে।

বিজেপির দলীয় সূত্র বলছে, আদভানি প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী থেকে সব দিক দিয়ে জ্যেষ্ঠ। তিনি সাংবিধানিক পদ ‘স্পিকার’ হওযার ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছেন, যেটা নির্দলীয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি পদ।

দলের আরেক সিনিয়র নেতা মুরলি মনোহর যোশীকে নিয়েও বেশ বিপাকে রয়েছে দলটি।

 ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এমনটি।

বাংলাদেশ সসময়: ০৯৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।