ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিযানেও খোঁজ মেলেনি ‘শিখর কন্যা’ ছন্দার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, মে ২৪, ২০১৪
অভিযানেও খোঁজ মেলেনি ‘শিখর কন্যা’ ছন্দার ছন্দা গায়েন

কলকাতা: কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ হওয়ায় বাঙালি পর্বতারোহী ছন্দা গায়েনের কার্যত কোনো সন্ধান পাওয়‍া যায়নি।

প্রাথমিকভাবে দুর্ঘটনাস্থল চিনতেই বেশ অসুবিধা হয় তাশি শেরপার।

পরে আন্দাজ করতে পারলেও কিছু ভিডিও ও স্থির চিত্র গ্রহণ করা ছাড়া আর বিশেষ কোনো কার্যক্রম চালাতে পারেননি উদ্ধারকারী দল।

আবহাওয়া প্রতিকূলে থাকায় শনিবার দ্বিতীয় দফার তল্লাশি চালানো যায় নি।

এদিকে সময় যত গড়াচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমছে ছন্দা গায়েনের।

তাশি শেরপা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ছন্দা গায়েন হলুদ জ্যাকেট পড়েছিলেন। ভিডিও এবং স্থির ছবি বিশ্লেষণ করে সেই হলুদ জ্যাকেটের সন্ধানের চেষ্টাই করেছেন উদ্ধারকারী দল।

রোববার আবার তল্লাশি শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ছন্দা গায়েনের পরিবারকে কোনো ধরনের হয়রানি কিংবা বিরক্ত না করতে তার বাড়ির নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার। নিয়ন্ত্রণ করা হচ্ছে সাংবাদিকদেরও।

মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় ছন্দার মা ভেঙে পড়েছেন। মেয়ের শোকে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন।

গত ২০ মে থেকে কাঞ্চনজঙ্ঘার ইয়ালুংকাং শৃঙ্গের ১০০ মিটার দূরে তুষার ধসের কবলে পড়ে নিখোঁজ হন এভারেস্ট জয়ী পর্বতারোহী ছন্দা গায়েন।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।