ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ৮০ শতাংশ ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, এপ্রিল ১৭, ২০১৬
দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ৮০ শতাংশ ভোট

কলকাতা: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিভিন্ন জেলায় গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

 

রোববার (১৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের সাতটি জেলার ৫৬টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বীরভূম এবং মালদা জেলায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানান গেছে।
 
ভোটকে ঘিরে প্রতিটি জেলায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আধা সামরিক বাহিনীর জওয়ানরা প্রতিটি জেলায় নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এদিকে, বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৮৮টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বেশিরভাগের বিষয়ে কমিশন দ্রুত ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।