ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর মামলায় বিব্রত বিচারপতি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, জুলাই ২৬, ২০১১

কলকাতা: ব্যক্তিগত কারণ দেখিয়ে সিঙ্গুর মামলা থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি সৌমিত্র পাল। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার তিনি তার ইচ্ছাপত্র প্রধান বিচারপতি জয় নারায়ণ প্যাটেলের কাছে পাঠিয়েছেন।



সিঙ্গুর মামলার প্রধান বিচারপতি সৌমিত্র পাল বলেন, তিনি ব্যক্তিগত কারণেই এই মামলা থেকে সরে যাচ্ছেন। এই মামলার সঙ্গে তার পরিচিত অনেকে যুক্ত থাকায় তিনি এই মামলা পরিচালনা করতে চান না।

তার অব্যাহতির ফলে হাইকোর্টকে আবার প্রথম থেকে মামলাটি শুরু করতে হবে। তাই মামলাটি শেষ করতে আরও এক মাস সময় লাগবে। এই মামলার পরবর্তী বিচারক হচ্ছেন ইন্দ্রপ্রসন্ন মুখার্জি।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট মামলাটি যত দ্রুত সম্ভব শেষ করতে বলেছে। সুপ্রিম কোর্ট মামলা চলাকালীন রাজ্য সরকারকে টাটা মোটরসের প্রকল্পের জমি, অনিচ্ছুক কৃষকদের মধ্যে বিলি করার ওপরে স্থগিতাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘন্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।