ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পাচারকালে বেনাপোলে ২শ’ জোড়া পাখি আটক

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, আগস্ট ৬, ২০১১

বেনাপোল: ভারতে পাচারকালে বেনাপোলের ছোটআঁচড়া মোড় থেকে শুক্রবার রাতে ২শ’ জোড়া বাংলাদেশি পাখি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

২২ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার আবুল হোসেন জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি পাখি ভারতে পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় ছোটআঁচড়া মোড়ের অহিসহি ট্রান্সপোর্টের কার্যালয়ে অভিযান চালানো হয়।



অভিযানে ২’শ জোড়া বাংলাদেশি পাখি আটক করা হয়। পাখিগুলো টিম প্যারেড নামে পরিচিত।

আটক পাখির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আটক পাখিগুলো শার্শা উপজেলা পশু সম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি‘র পক্ষ থেকে বিভাগীয় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।