ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাকরণে দেবব্রত বিশ্বাস ও নাট্যকার শম্ভু মিত্রকে স্মরণ করলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, আগস্ট ২৩, ২০১১
মহাকরণে দেবব্রত বিশ্বাস ও নাট্যকার শম্ভু মিত্রকে স্মরণ করলেন মমতা

কলকাতা: প্রয়াত রবীন্দ্র সংগীত শিল্পী দেবব্রত বিশ্বাস এবং নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ দিনের অনুষ্ঠান আয়োজিত হয় মহাকরণে।

এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানা মুখ্যমন্ত্রী । এদিনই জন্ম শতবর্ষে পা রাখলেন রবীন্দ্র সংগীতের কিংবদন্তী শিল্পী দেবব্রত বিশ্বাস ।

এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সমর ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাসের গাওয়া বিভিন্ন গান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।