ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে সরকারের কড়া সমালোচনা বুদ্ধদেবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, জানুয়ারি ৯, ২০১২
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে সরকারের কড়া সমালোচনা বুদ্ধদেবের

কলকাতা : রাজ্যের শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা চলছে বলে মন্তব্য করলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

রোববার হরিণাভিতে সিপিএম’র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনের মঞ্চ থেকে কয়েক দিনের মধ্যেই রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।



এভাবে চললে রাজ্যে স্কুল-কলেজগুলো থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন সাবেক এই মুখ্যমন্ত্রী।

এদিন রাজ্য সরকারের কৃষিনীতির আবারও কড়া সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

তিনি বলেন, চাষ করেও ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। বামফ্রন্ট সরকারের আমলে এমন ঘটনা কখনও ঘটেনি।

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক বলে মন্তব্য করেন সাবেক মুখ্যমন্ত্রী।
    
রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে তিনি এদিন বলেন, রাজ্যের বর্তমান শিল্পনীতির ফলে যে নতুন করে শিল্প গড়া কঠিন হয়ে পড়েছে, তা বুঝতে পারছেন শিল্পপতিরা। শিল্পায়ন না হলে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী হবে?

বাংলাদেশ সময় : ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।