ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত আগরতলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জানুয়ারি ৯, ২০১২
হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত আগরতলা

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিকে স্বাগত জানাতে প্রস্তুত আগরতলা।

আগামী ১২ জানুয়ারি শেখ হাসিনা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

এতে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হবে।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গোটা শহর সেজে উঠেছে। রাস্তার পাশে বসানো হয়েছে স্বাগত বার্তাসহ ব্যানার। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে লাগান হয়েছে সুদৃশ্য তোরণ এবং গেট।

এই দুই আতিথি যে সব রাস্তা দিয়ে যাবেন সে সব রাস্তার দুই পাশে লাগানো হয়েছে বাঁশের ব্যারিকেড। রাস্তার দুই দিকের সব দেয়ালে লাগানো হয়েছে নতুন রং। মোট কথায় সম্পূর্ণ সেজে উঠেছে আগরতলা।

রাজ্য সরকারও কথায় কোনো ফাঁক রাখতে চাইছেন না। রোবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজে বৈঠক করেন অন্য মন্ত্রী আর আধিকারিকদের নিয়ে। হাসিনার সফরের যাবতীয় কিছু তিনি এদিন তদারকি করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।