ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জানুয়ারি ৯, ২০১২

কলকাতা: রাজ্যে শিল্পপতিদের ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার ‘বেঙ্গল লিড ২০১২’ শিল্প সম্মেলনের উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী এ আহ্বান জানান।



এদিন, মিলন মেলা প্রাঙ্গণে তার সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, অর্থমন্ত্রী অমিত মিত্র, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, সেচমন্ত্রী মানস ভুইয়া প্রমুখ।

এ সম্মেলন চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ সম্মেলনে প্রায় ৩৫০ জন শিল্পপতি অংশ নেবেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। প্রচুর মানবসম্পদ রয়েছে রাজ্যে। রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দ্রুত বিবেচিত হবে। এর জন্য জমি পেতে অসুবিধা হবে না।

বর্তমানে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, শিল্প পতিদের সহযোগিতা পেলে কলকাতা লন্ডন, দার্জিলিং সুইজারল্যান্ড ও দীঘা গোয়ায় পরিণত হবে । এখানে তথ্য, ফুড প্রসেসিং, টুরিজম, পিসি কালচার ও অটোমোবাইল গড়ে উঠবে।

বর্তমানে ১৭টি ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এসেছে রাজ্য সরকারের কাছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।