ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, জানুয়ারি ১২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের কলেজগুলোতে বার বার অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল এম কে নারায়ণ।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, শিক্ষক ও অধ্যক্ষ সমাজের সম্মানীয় ব্যক্তি।

অবিলম্বে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়বে।

একই রকম বিবৃতি দিয়েছেন নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। তাদের দাবি, রাজনৈতিক রঙ না দেখে প্রশাসনকে কড়া হতে হবে।

নাগরিক সমাজের প্রতিনিধি সুনন্দ সান্যাল বলেন, আমরা সবাই মিলে পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু এরকম পরিবর্তন চাই নি। যা ঘটছে তা অতন্ত নিন্দনীয়। আশাকরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।