ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

শুরু হল ৩ দিনের আন্তর্জাতিক কবিতা উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জানুয়ারি ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  মানুষকে সচেতন করার আহ্বানে শুরু হলো আগরতলার প্রথম আন্তর্জাতিক কবিতা উৎসব।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সুকান্ত একাডেমির মিলনায়তনে উৎসবের সূচনা করেন উপমহাদেশের বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হক।



তিনি বললেন, এরমধ্য দিয়ে সম্পর্ক আরও নিবিড় হবে। ভারত বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে মেলামেশা এবং আদান-প্রদান আরও বাড়ানোর উপর জোর দিলেন শামসুল হক।

উৎসবের স্মরণিকাও প্রকাশ করেন শামসুল হক। মুখ্যমন্ত্রী মানিক সরকার তার হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন।

কবিতা উৎসবে বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিকরা অংশ নিয়েছেন। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর বঙ্গ, ত্রিপুরা এবং দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের কবিরা এসেছেন বলে জানাগেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বললেন, ‘ঘুমন্ত মানুষকে জাগানোর কাজ করতে হবে কবিতাকে।
কবিতা উৎসবে থাকবে আবৃত্তির আসর। কবিতা কেন্দ্রীক মূকাভিনয়ও মঞ্চস্থ হব এই কবিতা উৎসবে। ’

আগরতলা ভাষা সাহিত্যের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই কবিতা উৎসব। শনিবার শুরু হওয়া কবিতা উৎসব চলবে সোমবার পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।