ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বার্ড ফ্লু প্রভাবিত এলাকায় শুরু হয়েছে কালিং

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জানুয়ারি ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরার পর এবার বার্ড ফ্লু দেখা দিয়েছে রাজধানী লাগোয়া লেম্বুছড়ায়।

শুক্রবার সকাল থেকে লেম্বুছড়ার সরকারি খামারে শুরু হয়েছে কালিং।

স্বাস্থ্য দফতরের প্রশিক্ষিত একটি দল এ কাজ শুরু করেছে। সরকারি এই খামারে বার্ড ফ্লু ধরা পড়ে দু’দিন আগে। এখানে প্রায় দুই হাজার মুরগি এবং হাঁস মারা হবে বলে জানা গেছে।

আশপাশের গ্রামগুলোতেও সব ধরনের গৃহপালিত পাখি মারা হবে।

সংশ্লিষ্ট আধিকারিক জানান, মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের ভ‍ূপালের একটি ল্যাব থেকে মুরগির রক্ত পরীক্ষার রিপোর্ট আসে। সেই খামারের কর্মীদের সন্দেহ হওয়াতে ওই ল্যাবে পাঠান হয়েছিল রক্তের নমুনা। রিপোর্টে দেখা যায়, রক্তের নমুনাতে রয়েছে বার্ড ফ্লুর জীবাণু।

ত্রিপুরায় গত কয়েক বছর ধরে লাগাতার বার্ড ফ্লুর আক্রমণ ঘটছে। এর আগে বেসরকারি বা ব্যক্তিগত খামারে বার্ড ফ্লুর আক্রমণ ঘটেছে। এতে সর্বনাশ হয়েছে গরিব চাষিদের। প্রথম দিকে সাধারণ চাষিরা পাখির এ রোগ সম্পর্কে জনতেন না।

কোনো এলাকায় বার্ড ফ্লু দেখা দিলে এর তিন কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় সব ধরনের গৃহপালিত পাখির কালিং করা হয়। এবারও সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।