ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

অস্ত্রের মুখে প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, আগস্ট ২১, ২০১৮
অস্ত্রের মুখে প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকা লুট প্রিমিয়ার ব্যাংকের লোগো

ঢাকা: রাজধানীর বাড্ডা লিংক রোড সংলগ্ন প্রিমিয়ার ব্যাংকের একটি শাখা থেকে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ আগস্ট) দুপুরে একজন আগ্নেয়াস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ব্যাংকটিতে একজন অস্ত্রধারী যুবক প্রবেশ করে টাকা লুট করে পালিয়ে যায় বলে ব্যাংক কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ করেছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন গাজী জানান, ব্যাংক কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।