ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, অক্টোবর ৩, ২০১৯
ঝালকাঠিতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠিতে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধ পলিথিন রাখায় আরও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের আড়তদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী বাংলানিউজকে জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা কম দামে পেঁয়াজ কিনে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।

এছাড়া নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে দুই ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।