ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১২, নভেম্বর ৪, ২০১৯
বগুড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া: বগুড়ায় পাটের বস্তার পরিবর্তে ক্ষতিকর প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বগুড়া সদর উপজেলার নুরানী মোড় ও নামাজগড় এলাকায় পাটের বস্তাার পরিবর্তে ক্ষতিকর প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ‘আর এ টেডার্স’ এর প্রোপাইটর মো. মেহেদী হাসানকে ৫ হাজার, ‘নর্দান ফাউন্ডেশন’ এর প্রোপাইটর মো. আবু সাইদ শেখকে ১০ হাজার এবং ‘নিউ বনশ্রী ওয়েল মিল’ এর প্রোপাইটর মো. রুহুল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনুজ্জামান ও পলাশ মন্ডল অভিযান চালিয়ে প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করেন।  

অভিযানে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।