ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সিসি ক্যামেরা বসাতে ৫ কোটি টাকা দিল বিএবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, নভেম্বর ৫, ২০১৯
সিসি ক্যামেরা বসাতে ৫ কোটি টাকা দিল বিএবি

ঢাকা: রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যামেরা) বসাতে পাঁচ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার বিএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর কাছে এ চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নুরুন নেওয়াজ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উত্তরা ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) এম এস কামাল, বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল, ডিএমপি গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।