ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, সেপ্টেম্বর ২২, ২০২১
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ...

ঢাকা: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে সম্প্রতি (১৫ সেপ্টেম্বর) থেকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে “সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং” শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আতাউর রহমান বলেন, ব্যাংকের আইটি অবকাঠামো এবং তথ্য নিরাপদ রাখতে এ প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকের আইটি নির্বাহী ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষায়িত কোর্সসমূহ অব্যাহত রাখার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের আইটি বিভাগসমূহের নির্বাহী ও কর্মকর্তাসহ মোট ১০ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রিন্সিপাল, উপমহাব্যবস্থাপক মো. সাফায়েত হোসেন।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।