ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, অক্টোবর ২, ২০২১
ইসলামী ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার ...

ঢাকা: ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) এ ওয়েবিনারে ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

চট্টগ্রাম নর্থ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।