ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গাইবান্ধায় নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, অক্টোবর ৮, ২০২১
গাইবান্ধায় নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত নারী উদ্যোক্তা মেলা

গাইবান্ধা: গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) শিল্পনগরী কার্যালয় চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলা চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ মেলার আয়োজন করে গাইবান্ধা বিসিক এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম।

সকালে মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন।  

জেলার সাতটি উপজেলার ৬০ জন নারী উদ্যোক্তা এতে অংশ নেন। তাদের উৎপাদিত পণ্য মেলায় ২৫টি স্টলে প্রদর্শন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম গাইবান্ধা জেলা প্রতিনিধি শারমিন জাহান।  

অনুষ্ঠানে ডিসি ও বিসিকের সহকারী মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায় বক্তব্য রাখেন।  

রবীন চন্দ্র রায় বলেন, উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও তাদের উৎসাহিত করতে এ মেলার আয়োজন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।