ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ফেনীতে সেলিম আল দীনের নামে স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, ডিসেম্বর ২৭, ২০১৪
ফেনীতে সেলিম আল দীনের নামে স্কুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ড. সেলিম আল দীনের নামে তার নিজ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

শনিবার সকালে স্কুলটির উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আনাম।



সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সেনের খিলগ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ‘ড. সেলিম আল দীন মা ফিরোজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেলিম আল দীনের ভাই বোরহানউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।