ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, মার্চ ২৮, ২০১৫
রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরু

রাঙামাটি: রাঙামাটি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
 
শনিবার (২৮ মার্চ) সকালে রাঙামাটি সদর হাসপাতালের করোনারি বিভাগের ভবনে (রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস) ক্লাস শুরু হয়।


 
মেডিকেল কলেজের পাঠদান শুরু উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।  
 
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান বলেছেন, আমরা একাডেমিক কার্যক্রম শুরু করেছি। আশা করছি মেডিকেল কলেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না ।  
 
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মেডিকেল কলেজে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে, নিরাপত্তা আরো জোরদার করা হবে।  
 
রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন জানান, মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়েছে। আইন বিঘ্নকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।