ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্লাসে ফেরা নয়

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জানুয়ারি ১৭, ২০১৬
সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্লাসে ফেরা নয় মো. আইনুল হক

কুবি: সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরছেন না বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির সভাপতি মো. আইনুল হক।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুবি শিক্ষকদের টানা কর্মবিরতি প্রসঙ্গে আলাপকালে রোববার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি বাংলানিউজের কাছে এ মন্তব্য করেন।



তিনি আরো বলেন, আমরা চাই ক্লাসে ফিরে যেতে, কিন্তু আমাদের সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১১ জানুয়ারি থেকে চার দফা দাবিতে চলছে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। ফলে কুবিতে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।