ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শাবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, আগস্ট ১৩, ২০১১

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ১১৬তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুসকে সভাপতি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাবুর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত্র যাবতীয় তথ্য পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।