ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটার ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার বিশেষ কোটার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিশেষ কোটার আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা নাসরিন বাংলানিউজকে এ তথ্য জানান।

মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, উপজাতি/ক্ষুদ্র-জাতিসত্তা/ নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটার ফল প্রকাশিত হয়েছে। এতে মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের আগামী ১২ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

এছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা আগামী ১৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

কোটার ফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।