ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

ছেলের বিয়েতে কানাডা যাচ্ছেন ইসির সিনিয়র সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জানুয়ারি ১৩, ২০২৫
ছেলের বিয়েতে কানাডা যাচ্ছেন ইসির সিনিয়র সচিব ফাইল ফটো

ঢাকা: ছেলের বিয়েতে যোগ দিতে কানাডা যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংস্থাটির সহকারী সচিব মুহাম্মদ শাহেদুর রহমানের ইতিমধ্যে জারি করা এক অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের অর্জিত ছুটিতে সাতদিনের জন্য কানাডা যাবেন। দেশটিতে তিনি যাচ্ছেন ছেলের বিয়েতে অংশ নেবেন। আগামী ১৬ জানুয়ারি তিনি কানাডা যাবেন।

তার এই সকল ব্যয় তিনি নিজেই বহন করবেন। এছাড়া ছুটিতে থাকাকালীন তিনি সব বেতন-ভাতা পাবেন স্থানীয় মুদ্রায়।

গত ৫ ডিসেম্বর তিনি অবসর থেকে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
ইইউডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।