ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

খুলনায় ইভিএম প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ২৭, ২০১৮
খুলনায় ইভিএম প্রদর্শনী .

খুলনা: নির্বাচন কমিশনের উদ্যোগে বিভাগীয় শহর খুলনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকালে মহানগরের পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

নির্বাচন কমিশনের আয়োজনের ইভিএমের মাধ্যমে ডেমো ভোট গ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

মহানগরের ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের চারটি এলাকার সাত হাজার ৩৯ জন ভোটার ইভিএম এ মাধ্যমে ডেমো ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট গ্রহণের পাবলিক হল চত্বরে ১৪টি কক্ষ রয়েছে। এতে স্টল রয়েছে ১২টি। ডেমো ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।