ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

‘কেন্দ্রে যেতে নারী ভোটারদের সুষ্ঠু পরিবেশ দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, ডিসেম্বর ২০, ২০১৮
‘কেন্দ্রে যেতে নারী ভোটারদের সুষ্ঠু পরিবেশ দিন’ বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। ছবি: বাংলানিউজ

বরিশাল: ভোট প্রয়োগে নারীর মতামত প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রার্থীদের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমরা চাই, নারীর মতামতে কেউ প্রভাবিত করবেন না। ভোট প্রয়োগের ক্ষেত্রে তাদের মতামতকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে বরিশালের বিডিএস ক্লাব মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে ‘নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণের সচেতনতামূলক’ আলোচনা সভায় কবিতা খানম এ কথা বলেন।

তিনি বলেন, তারা (নারী) যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন সেজন্য ভোটের দিন সুষ্ঠু পরিবেশ দিন।   আইন-শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত থাকবেন, নারী ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দিতে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ইউএনডিপি পরামর্শক ইতসুকু হিরাকাওয়া।

এর আগে বরিশাল সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড হয়ে বিডিএসক্লাবে গিয়ে সম্পন্ন করে। পরে বিএম কলেজের গ্রন্থাগার মিলনায়তনে বরিশাল-৫ আসনে প্রিজাইডিং অফিসারদের দিক-নির্দেশনা দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।