ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

উত্তর সিটিতে নৌকার এজেন্ট থাকলেও নেই ধানের শীষের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, ফেব্রুয়ারি ১, ২০২০
উত্তর সিটিতে নৌকার এজেন্ট থাকলেও নেই ধানের শীষের

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের এজেন্ট-সমর্থকদের উপস্থিতি থাকলেও বিপরীত চিত্র বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের। সমর্থক তো দূরের কথা, ধানের শীষের কোনো এজেন্টকেও খুঁজে পাওয়া যায়নি অনেক ভোটকেন্দ্রে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) উত্তর সিটির বিভিন্ন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।

ডিএনসিসির এক নম্বর ওয়ার্ডের আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট নেই।

এমনকি কেন্দ্রের বাইরেও খুঁজে পাওয়া যায়নি কাউকে। তবে এ কেন্দ্রের প্রতিটি কক্ষেই নৌকার এজেন্টদের সরব উপস্থিতি রয়েছে। কর্মী-সমর্থকরাও রয়েছেন কেন্দ্রে। এছাড়া এমন তথ্য দিয়েছেন কেন্দ্রে আসা ভোটাররাও।

এ কেন্দ্রের অনেক কক্ষে প্রায় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ভোটই পড়েনি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কেন্দ্রেরই ভোটার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শুধু এ কেন্দ্রই নয়, উত্তর নগরের কাওলা, উত্তরখান, আশকোনা, উত্তরাসহ কয়েকটি এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ধানের শীষের এজেন্ট নেই।

আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শাহানারা আক্তার বাংলানিউজকে বলেন, ধানের শীষের এজেন্ট আমার কক্ষে নেই। কেউ আসেওনি কেন্দ্রে। তবে নৌকার প্রার্থীদের এজেন্ট রয়েছে সব কক্ষেই।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।