ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে: তাপস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, ফেব্রুয়ারি ১, ২০২০
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে: তাপস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ডিএসসিসির বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কোনো ঝুঁকি নেই।

তবে ভোটার কম। বেলা বাড়লে ভোটার সংখ্যাও বাড়বে বলে জানান তিনি। তখন এ রকম পরিবেশ থাকলে নৌকার জয় হবেই‌ আশা প্রকাশ করেন তাপস।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।

এখনও ভোটারের কোনো লাইন হয়নি বেইলী রোড়ের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে একটি গেট দিয়ে ভোটার ঢোকানোর ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন>> ভোট দিলেন তাপস, জয়ের প্রত্যাশা

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।