ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর: তৈমূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জানুয়ারি ৫, ২০২২
ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর: তৈমূর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, কারচুপি নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।

বুধবার (৪ জানুয়ারি) সকালে শহরের ১৪ নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বতন্ত্র এই মেয়র প্রার্থী বলেন, নারায়ণগঞ্জে সবসময় সরকারি দল ফেল করে। বর্তমান যে ক্যান্ডিডেট নারায়ণগঞ্জে তিনি সরকারি দলের বিদ্রোহী হিসেবে পাস করেছিলেন ২০১১ সালে।

তিনি আরও বলেন, সেই নির্বাচনে দল আমাকে বসিয়ে দিয়েছিল। তখন আমাকে কেন বসিয়ে দিয়েছিল, সেটা তারাই ভাল জানে। দলের সিনিয়র নেতারা জানেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।