ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন

পৌর নির্বাচন

নড়াইলে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী ২ মেয়র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, ডিসেম্বর ১৩, ২০১৫
নড়াইলে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী ২ মেয়র প্রার্থী

নড়াইল: নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন তারা।



সরে দাঁড়ানো দুই প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমান আরা।

দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তারা।

এছাড়া, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকুর রহমান বেগ ও ২নং ওয়ার্ডে কামাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।   

এদিকে, কালিয়া পৌরসভায় ১নং ওয়ার্ডে উৎপল কুমার ঘোষ, ২নং ওয়ার্ডে রাজিব কুমার দাস, ৩নং ওয়ার্ডে রবিউল ইসলাম ও ৭নং ওয়ার্ডে রাসেল বিশ্বাস মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।