ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন

পৌর নির্বাচন

খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, ডিসেম্বর ১৪, ২০১৫
খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  
 
সোমবার (১৪ ডিসেম্বর) খাগড়াছড়ি ও মাটিরাঙ্গার রিটার্নিং অফিসার বিভিন্ন পদের ১০৫ জন প্রার্থীর মধ্যে এসব প্রতীক বরাদ্দ দেন।

 
 
খাগড়াছড়িতে মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দুই জন। স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমা পেয়েছেন ‘নারিকেল গাছ’ এবং রফিকুল আলম পেয়েছেন ‘মোবাইল ফোন’ প্রতীক।   
 
মাটিরাঙ্গা পৌরসভায় কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এতে মেয়র পদে আওয়ামী লীগের শামছুল হক ‘নৌকা’, বিএনপির বাদশা মিয়া ‘ধানের শীষ’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আশরাফ ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন।
 
খাগড়াছড়ি পৌরসভায় ৪২ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মাটিরাঙ্গা পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আট প্রার্থী ও ৪১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
খাগড়াছড়ির রিটার্নিং অফিসার এ টি এম কাউছার হোসেন এসব তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।