ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন

নড়াইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, ডিসেম্বর ৩০, ২০১৫
নড়াইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর জয়ী

নড়াইল: নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর বিশ্বাস বেসরকারিবাবে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১১ হাজার ২৪৩ ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জুলফিকার আলী পেয়েছেন চার হাজার ৭৬৩ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

সন্ধ্যায় ভোট গণনা শেষে স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।