ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

স্বজনহারা হলেন দেব, পরিবারে শোকের ছায়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ১৭, ২০২২
স্বজনহারা হলেন দেব, পরিবারে শোকের ছায়া অভিনেতা দেব

স্বজন হারালেন হলেন ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেতা দেব। দেবের চাচা তারাপদ মারা গেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে মেদিনীপুরের কেশপুরে দেকদের আদিবাড়িতেই থাকতেন তিনি। সেখানেই মারা গেছেন তিনি। চাচার মৃত্যুতে দেবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল দেবকে। সাদা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে মঞ্চ আলো করেছিলেন তিনি।

দেবের আসন্ন সিনেমা ‘প্রজাপতি’। এতে দেব ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্করের মতো তারকারা। বাবা-ছেলের সম্পর্কের গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।