ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

হিট স্ট্রোকের পর শাহরুখ কেমন আছেন, জানালেন জুহি চাওলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, মে ২৩, ২০২৪
হিট স্ট্রোকের পর শাহরুখ কেমন আছেন, জানালেন জুহি চাওলা

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ খান। হঠাৎ এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে যেতে হয় হাসপাতালে।

গতকাল বুধবারের (২২ মে) শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। বলিউড বাদশাহ কেমন আছেন জানার জন্য, উদগ্রীব সবাই।  

এমন পরিস্থিতিতে বলিউডের আরেক অভিনেত্রী জুহি চাওলা আশ্বস্ত করলেন, এই মুহূর্তে ভালো আছেন কিং খান। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা শেষে বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শাহরুখকে।

শাহরুখের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে শাহরুখের শরীর ভালো ছিল না। কিন্তু এখন তুলনামূলক ভালো। ঈশ্বরের কৃপায় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি আশা করছি।

মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শাহরুখের কেকেআর এবং সানরাইজ হায়দরাবাদ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কিং খান। খেলা শেষ হলে ৪৫ ডিগ্রি তাপমাত্রায় পুরো মাঠ ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।  সেদিন রাতেই হিট স্ট্রোকের কবলে পড়েন ‘বাজিগর’ তারকা।  

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।