ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

যে অন্তু গানও করেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, সেপ্টেম্বর ২০, ২০১৫
যে অন্তু গানও করেন

অন্তু না, প্রতীক বললেই তাকে লোকে সহজে চিনে ফেলে। বিজ্ঞাপনচিত্রের সেই জনপ্রিয় সংলাপ ‘এবার তোর কি হবে রে প্রতীক’ তো তাকে উদ্দেশ্য করেই বলা! ওই বিজ্ঞাপনচিত্রের সুবাদেই পরিচিতি বেড়েছে অন্তুর।

নিয়মিত অভিনয় করছেন। জানা গেলো, অন্তু গানও করেন।

‘মিনতি’ শিরোনামের একটি গানের ভিডিওর দৃশ্যধারণ করে এসেছেন সম্প্রতি। দৃশ্যধারণ হয়েছে সিলেটের বিছানাকান্দিতে। ভিডিওটি পরিচালনা করেছেন ফাহাদ খান ও আব্দুল্লাহ আল মুক্তাদির। অন্তু বলছেন, ‘গান লিখি অনেক আগে থেকেই। নিজে লিখি, সুর করি, গাই। একুশটির মতো গান প্রস্তুত আছে আমার। আগে কখনও সুযোগ হয়নি বলে প্রকাশ করিনি। ’

গানটির সংগীতায়োজন করেছেন হাসিব। অন্তু জানালেন, শিগগিরই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে।



বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।