ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ফেসবুকে ভ‍ুয়া অ্যাকাউন্ট নিয়ে সালমানের হুমকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ফেসবুকে ভ‍ুয়া অ্যাকাউন্ট নিয়ে সালমানের হুমকি সালমান খান

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সালমান খানের নামে একটি ভ‍ুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে তাকে নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা খবর।

আর সে কারণে চটেছেন বলিউডের এই সুপাস্ট‍ার।

এ বিষয়ে ৪৯ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘ওই পেজটি সম্পূর্ণ ভ‍ুয়া। ওখানে বলা হয়েছে আমি একটি নতুন ছবিতে অভিনয়ের করবো, এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। ’ জাল অ্যাকাউন্ট থেকে সাবধানে থাকার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বলিউডের এই অভিনেতার সঙ্গে ছবি তুলে লোকজন যেভাবে তার অপব্যবহার করেন, তাতেও ক্ষুব্ধ সালমান। সে বিষয়ে তিনি লিখেছেন, ‘কেউ কেউ আমার সঙ্গে ছবি তুলে তার অপব্যবহার করেন। এটা একেবারেই ঠিক নয়। ’

সালমান খান এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র শুটিংয়ের কাজ নিয়ে। এতে তার সহশিল্পী সোনম কাপুর। সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।