ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

স্ত্রীর জন্য শাহরুখের সারপ্রাইজ পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, অক্টোবর ৯, ২০১৫
স্ত্রীর জন্য শাহরুখের সারপ্রাইজ পার্টি শাহরুখ খান ও গৌরি খান

রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবির দৃশ্যধারণ নিয়ে হায়দারাবাদে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। এতো ব্যস্ততার মাঝেও ভুললেন না স্ত্রীর জন্মদিনের কথা।

তাই ফুরসত বের করে কিং খান চলে গেলেন গৌরী খানের কাছে।

গত ৮ অক্টোবর ছিলো গৌরি খানের ৪৫তম জন্মবার্ষিকী। সেদিনই হায়দারাবাদ থেকে মুম্বাই যান বলিউডের এই অভিনেতা।

৪৯ বছর বয়সী এই অভিনেতা তার স্ত্রীর জন্য একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন গৌরি খানের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।

১৯৯১ সালে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তাদের ঘর আলো করেছে তিন সন্তান আরিয়ান(১৭), সুহানা (১৫) ও আবরাম (২)।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
বিএসকে/এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।