ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সালমানের ছবিতে র‌্যাম্বো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, অক্টোবর ১৯, ২০১৫
সালমানের ছবিতে র‌্যাম্বো! সিলভেস্টার স্ট্যালোন ও সালমান খান

কয়েক সপ্তাহ আগের কথা। টুইটারে সালমান খান ও সিলভেস্টার স্ট্যালোনের আলাপচারিতা খবরের শিরোনামে এসেছিলো।

তখন ‘র‌্যাম্বো’ তারকার প্রতি সল্লুর অনুরাগ ভালোই প্রকাশ পেয়েছে। এরপর থেকে কানাঘুষা চলছিলো, হলিউড ও বলিউডের এ দুই অভিনেতা একই ছবিতে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন।

জল্পনাটা যদি সত্যি হয়, তাহলে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘সুলতান’ ছবিতে সালমানের পাশাপাশি দেখা যেতে পারে স্ট্যালোনকে। এটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। হরিয়ানায় এর দৃশ্যধারণ চলছে। আগামী বছরের গোড়ার দিকে মুক্তি পাবে এটি।

স্ট্যালোন এর আগে অক্ষয় কুমারের ‘কামবখত ইশক’ ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে মুখ দেখিয়েছিলেন। তবে ‘সুলতান’-এ তার চরিত্রটির ব্যাপ্তি অনেক। ছবিটি হরিয়ানার এক কুস্তিগীরকে ঘিরে। ছবিটিতে অভিনয়ের জন্য স্ট্যালোনের কাছে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছে আছে সল্লুর। খবর ডিএনএ ইন্ডিয়া ডটকমের।

কয়েকদিন আগে জানা গেছে, রজনীকান্তর ‘রোবট টু’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হলিউডের আরেক তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।