ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

পূজায় ‘রবি বাবুর গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, অক্টোবর ২০, ২০১৫
পূজায় ‘রবি বাবুর গান’

সব গানই রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই মিশ্র অ্যালবামটির নাম ‘রবি বাবুর গান’। এগুলো গেয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, জুয়েল, সাঈদ হাসান টিপু, সন্দীপন, অর্ণব মিত্র, নির্ঝর চৌধুরী, শায়লা রহমান ও অজয় মিত্র।

এতে রয়েছে রবীন্দ্রনাথের মোট ১০টি জনপ্রিয় গান।

এগুলো হলো- স্বপন পারের ডাক শুনেছি, দাঁড়িয়ে আছ, তোমার খোলা হাওয়া, যদি তোর ডাক শুনে, তোমার হলো শুরু, আমার হিয়ার মাঝে, ক্লান্তি আমার ইত্যাদি। সংগীতায়োজন করেছেন অজয় মিত্র।

গত ১৭ অক্টোবর সন্ধ্যায় বাংলামোটরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন হয়। দুর্গাপূজা উপলক্ষে এটি বাজারে এনেছে লেজার ভিশন।

বাংলাদেশ সময় : ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।