ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মুক্তির আগেই অ্যাডেলের ‘২৫’ ফাঁস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, নভেম্বর ১৯, ২০১৫
মুক্তির আগেই অ্যাডেলের ‘২৫’ ফাঁস অ্যাডেল

আগের অ্যালবাম ‘২১’-এর পর থেকেই অপেক্ষাটা ছিলো, কবে অ্যাডেল পরের চমক নিয়ে আসবেন। কিন্তু বছর গড়ায়, অ্যাডেল আর আসেন না।

অবশেষে ‘হ্যালো’ এসে মাত করে দিয়ে গেলো কিছুদিন আগেই। সে উত্তেজনায় সংগীতপ্রেমীরা ভুগছেন এখনও। ‘হ্যালো’ গানটি যে অ্যালবামের, সেই ‘২৫’ আসছে আগামীকাল (২০ নভেম্বর)। আন‍ুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার দু’দিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে এ বহুল প্রত্যাশিত অ্যালবামটি।

তবে পুরো গান নয়। প্রতিটি গানের প্রথম দুই মিনিট করে প্রকাশ হয়েছে। বিলবোর্ডের এক প্রতিবেদন জানাচ্ছে, লন্ডনের জুনো রেকর্ড স্টুডিও থেকে গানগুলো ফাঁস করা হয়েছে। তবে গানের লিংকগুলো এখন নেই। অনলাইন থেকে মুছে ফেলা হয়েছে। তাতে কী আর মানায়! তার আগেই ভক্তদের কাছে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে গানগুলো।

২৭ বছর বয়সী এই গায়িকার তৃতীয় অ্যালবাম এটি। অ্যালবামটিতে ১১টি গান থাকছে। গানগুলো অ্যাডেল লিখেছেন তার পঁচিশ বছর বয়সের সময়কার অভিজ্ঞতা নিয়ে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।